নামামৃত

নামামৃত || প্রকাশ কাল - April 18 2018


নামৈব পরমং দানং নামৈব পরমাক্রিয়াঃ।

নামৈব পরমোধর্ম্মো নামৈব বার্থ প্রকীর্ত্তিতঃ।।

নামই পরমদান; সংসারের যতপ্রকার দান আছে তন্মধ্যে নাম দানের মত আর অন্য কোন দান নাই। অন্ন দাও, বস্ত্র দাও, তা মাত্র কিছুক্ষণের বা দিনের জন্য স্থূল শরীরের স্বাচ্ছন্দ্য বিধান করবে। আর নাম দাও, নাম পরমপুরুষে বিরহবিহীন মিলন আনন্দে আনন্তকাল নিরতিশয় সুখে অবস্থান করতে থাক্‌বেন। জগতে যত ক্রিয়া আছে নামের মত আর অন্য ক্রিয়া নাই। ক্রিয়া নয়টী – আরম্ভ, নিষ্কৃতি, শিক্ষা, পুজন, নিশ্চয়, উপায়, কর্ম্ম, চেষ্টা, চিকিৎসা – এদের মধ্যে নামই পরমক্রিয়া। নাম করতে আরম্ভ করলে সকল আরম্ভের অবসান হয়ে যাবে, পরমপদে গমন আরম্ভ হবে, নামই সংসার হতে নিষ্কৃতি দিয়ে আমার পথে নিয়ে আস্‌বেন। যা শেখাবার নামই শেখাবেন। নামই কায়িক বাচিক মানস সকল পূজার শ্রেষ্ঠ পূজা নাম। নামই একমাত্র আমিই অবলম্বনের বস্তু নামই নিশ্চয় করে দিবেন নামই উপায় হয়ে আমার নিকট নিয়ে আসবেন, নামই আমার আরাধামূলক কর্ম্ম হয়ে আমার প্রীতি সম্পাদন কর্‌বেন। নামই চেষ্টা রূপ ধারণ করে সতত আমার সহিত মিলিত রাখবেন। নামই চিকিৎসা অর্থাৎ ভবরোগ প্রতীকার করে দেহত্রয়রূপ ব্যাধি দূর করে দিয়ে আত্মস্বরূপ লাভ করিয়ে দেবেন। ‘‘ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি ন কাঙ্ক্ষতি’’ নামকারী পরম নিবৃত্ত হয়ে আপনার ক্ষুদ্র অহং চির বিস্মৃত হয়ে যাবেন।

নামই পরম ধর্ম্ম, রাজা যুধিষ্ঠির ভীষ্মকে জিজ্ঞাসা করেন ‘‘কো ধর্ম্মঃ সর্ব্বধর্ম্মানাং ভবতঃ পরমোমতঃ’’ সকল ধর্ম্মের মধ্যে আপনার মতে কোনটী পরম ধর্ম্ম। তিনি – আমার মতে সকল ধর্ম্মের অধিকতম ধর্ম্ম ভক্তি সহকারে স্তবের দ্বারা পুন্ডরীকাক্ষের অর্চ্চনা। নামের মত আমার আর অন্য স্তব নাই। নামই পরম অর্থ, এ অর্থ লাভ কর্‌লে মানুষের পাবার আর কিছু বাকী থাকে না। আরে! নামের বলে আমাকে পায়  – তখন পাবার আর কি বাকী থাকে?

সতত কররে নাম আনন্দিত মনে।

অক্লেশে বাঁধবি মোরে প্রেমের বন্ধনে।

শুনাব প্রণয়কথা তোর কাণে কাণে।

বাঁধা রব দিবারাতি মিলন বাঁধনে।

জয়গুরু জয়নাম তোমার চরণে কোটি কোটি প্রণাম।