বোধন

শ্রীশ্রীঠাকুর || প্রকাশ কাল - March 6 2018


প্রিয়তম! লীলা করবার জন্য তোমার মনে বাসনা জাগলো – ‘‘বহু হবো – জন্মাবো’’, ‘‘আমিই সেই’’ – এই কথা মনে রেখে অবিদ্যাকে আশ্রয় করে চুরাশীলক্ষ যোনি ভ্রমণ করে কার্য্যের অবসানে এখন গুরুরূপ ধারণ করলে – মন্ত্ররূপে এসে তোমার স্নেহ ভালবাসায় ভরিয়ে দিলে। গুরুরূপে জ্ঞান দান করলে – শিষ্য সেজে জ্ঞান আহরণ করলে। তোমার বিরহ ক্ষণমাত্রও সহ্য করতে পারছি না, আর বিলম্ব নাই – এখন বুঝতে পারছি – আমি তোমার – তুমি আমার। অথবা আমিই তুমি – তুমিই আমি – দ্বিতীয় কেহ নাই। তোমার শাস্ত্রবাণী – একমেবাদ্বিতীয়ম্‌, সেই অদ্বিতীয় এক ওঙ্কাররূপী তুমি – তোমার জয় হোক্‌। তুমি আত্মসাৎ করত একমাত্র তুমিই থাক।