সুধার ধারা

শ্রীশ্রীঠাকুর || প্রকাশ কাল - April 18 2018


সাধুর উপমা কিছু নাহি এ ধরায়।
স্পর্শ-মণি তাঁর কাছে লভে পরাজয়।।
লৌহরে কাঞ্চন করে বটে স্পর্শ-মণি।
আপন সমান কভু করিতে না শুনি।।
সাধু মহা স্পর্শ-মণি পরশে যাহারে।
স্বীয় সমতুল্য তিনি করেন তাহারে।।
তরিতে তারিতে যদি কর অভিলাষ।
সাধু-সঙ্গে লহ নাম পূরিবে প্রয়াস।।
জপ নাম জপ নাম সজনে নির্জনে।
বনে উপবনে আর বিজন কাননে।।
যে কামনা করি তুমি জপিবে শ্রীনাম।
অবিলম্বে হবে পূর্ণ সেই মনস্কাম।।
কামীর বাসনা পূর্ণ হয় নাম জপে।
নিষ্কামী লভয়ে প্রেম নামের প্রতাপে।।
হেন নাম ভুলে তুমি থেকো নাকো আর।
বল দাস সীতারাম নাম বার বার।।

………………….
জগৎ কল্যাণ কল্পে প্রচারিত
শ্রীশ্রী ঠাকুরের সেবক
শ্রী অলোক মিত্র, শ্রী অশোক মিত্র – টালিগঞ্জ